ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুবর্নচর প্রতিনিধি
জুন ১০, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ন
Link Copied!

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
এলাকাবাসী জানান, ঈদের দ্বিতীয় দিন মায়েদের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে ফারিয়া ও তাহাসিন। সোমবার বিকেলের দিকে তারা খেলা করছিল। কোনো এক সময় তারা ঘরের পাশের পুকুরে পড়ে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ফারিয়া ও তাহাসিনকে খুঁজতে শুরু করেন। সন্ধ্যা ছয়টার দিকে শিশু দুইটিকে পুকুরে ভাসতে দেখেন তারা। উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়া ও তাহাসিনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি কেউ।”