ওয়াসেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আনসার উল্লাহ জিহাদী মারা গেছেন। তিনি গত ২৪ অক্টোবর নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মাওলানা আনসার উল্লাহ জিহাদী ১৯৭৩ সালে ওয়াসেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১২ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটিতে প্রধান মৌলভী হিসেবে নিয়োজিত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি নিজ এলাকায় ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। উনার জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে।
জানাযায় উপস্থিত ছিলেন ১২ নং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, ওয়াসেকপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোশারফ মোঃ মোস্তফা, জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বিএসসি, কুমিল্লার মোজাদ্দেদিয়া বারাকাতিয়া দাখিল মাদ্রাসার পরিচালক পীরজাদা মুফতি মাওলানা আব্দুল করিম, ওয়াসেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাওলানা আনসার উল্লাহ জিহাদী জন্ম ১৯৪৪ সালে। তিনি একাধারে মাওলানা ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি ওয়াসেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।
মাওলানা আনসার উল্লাহ জিহাদী তার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতেছি।