ঢাকাসোমাবার , ১১ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

কবি নিজামুদ্দিনের ‘স্রষ্টা’ কবিতা

nobo shakti
নভেম্বর ১১, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ন
Link Copied!

Social Share

ভেবে কি দেখেছ হে ইনসান!
কে তোমায় সৃষ্টি করেছেন,
কে করেছেন এত সুন্দর?
তিনি কোন সে সত্বা ,
সৃষ্টি করে মাটির দেহে ,
সঞ্চার করেছেন তাতে রুহ!
করিতে ভাব প্রকাশ দিয়েছেন চঞ্চু।
চলিতে পদ, ধরিতে হস্ত,
দেখিতে সৃষ্টি, দিয়েছেন চক্ষু।

হে জ্ঞানী ! তুমি কি দেখনি?
কাউকে দিয়েছেন পুরো,
কাউকে বা অর্ধ,
কাউকে না দিয়ে ,
নিজেকে বুঝিয়েছেন সর্বশ্রেষ্ঠ।

বলিতে পারো কি হে মানবকুল!
যার করুনায় তুমি শ্রেষ্ঠ,
তার বন্দেগী না করে,
করিতেছ কার দাসত্ব?

হে মানুষ যার হস্তে ন্যাস্ত,
সকল কিছুর উৎস,
তিনি নয় কেউ আর ,
তিনিই সমস্ত সৃষ্টির রব,
তিনিই স্রষ্টা, তিনিই আল্লাহ।
তারই তরে কর মস্তকাবনত,
তারই রাহে করো সব উৎসর্গ।

কবি নিজামুদ্দিন