ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

কবি নিজাম উদ্দিনের ‘সখ’ কবিতা

nobo shakti
অক্টোবর ২৯, ২০২৪ ১০:১১ অপরাহ্ন
Link Copied!

Social Share

সখ

সবাই বলে আজকে মোরা ,
আমরা নাকি শিশু!
কালকে মোরা কিশোর হব,
দুই পায়েতে হাঁটি।

পরশু মোরা বড় হব,
কোন গাড়িতে চড়ি!
সব কিছুরই আগে শুনো
আমাদেরই দাবি।

সন্ত্রাসী নয়, সন্যাসী নয়,
পড়ালেখা করে মোরা
বড় হতে চাই।

রিক্সা, ট্রলি, টেক্সিতে নয়,
গাডি চড়ে ভ্রমর হয়ে
বিশ্বটাকে দেখতে চাই,
বিমান চড়ব পাইলট হয়ে,
দেখতে যাবো মহাশূন্যে,
চন্দ্র দেখব সূর্য দেখব,
ঘুরবো মঙ্গল গ্রহে।

চলতে চাই যে, সাগর বুকে ,
ক্যাপটেন হয়ে নাবিক সেজে,
সব কিছু যে দাওগো এনে
দেখব খোদার জগৎটাকে।

( ক্যাপশন: কবি: নিজামুদ্দিন, )

তারিখ:- ২৯-১০-২০২৪ খ্রি: