দেখেছি অনেক পথ,
শুনেছি কত মত!
দিয়েছে কি সঠিক পথের দিশা?
শুধু শুনিয়েছে মুক্তির কথা!
গড়েছে কত দল,
ভেঙ্গেছে কত জনপদ,
তবুও পাইনি মুত্তির আসল পথ।
শুনি কত মিছিল মিটিং,
মুখে চাই শান্তি আর মুক্তি!
মুক্তির মূল রেখে মুষ্ঠে
খোঁজ করে দিক দিগন্তে।
চাও কি ভাই মুক্তি?
তাহলে আর কেন দেরি?
চল আসো আল কোরআনের পথে।
মুুক্তিতো পাবে তাতে, শাান্তিত নিশ্চিত।
মত্ত হয়ে ,হন্য হয়ে ,
যেওনা আর অন্য পথে।
আল ইসলামের পথ ধরে,
চলে আসো মুক্তির পথে।