ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

কবি মোহাম্মদ নিজামুদ্দিনের অনবদ্য কবিতা ‘মুক্তির পথ’

nobo shakti
অক্টোবর ৩১, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ন
Link Copied!

Social Share

দেখেছি অনেক পথ,
শুনেছি কত মত!
দিয়েছে কি সঠিক পথের দিশা?
শুধু শুনিয়েছে মুক্তির কথা!
গড়েছে কত দল,
ভেঙ্গেছে কত জনপদ,
তবুও পাইনি মুত্তির আসল পথ।
শুনি কত মিছিল মিটিং,
মুখে চাই শান্তি আর মুক্তি!
মুক্তির মূল রেখে মুষ্ঠে
খোঁজ করে দিক দিগন্তে।
চাও কি ভাই মুক্তি?
তাহলে আর কেন দেরি?
চল আসো আল কোরআনের পথে।
মুুক্তিতো পাবে তাতে, শাান্তিত নিশ্চিত।
মত্ত হয়ে ,হন্য হয়ে ,
যেওনা আর অন্য পথে।
আল ইসলামের পথ ধরে,
চলে আসো মুক্তির পথে।