আয়রে বন্ধু আয়
মসজিদেতে যাই,
মসজিদেতে গিয়ে সবাই ,
নামাজ পড়ব ভাই।
আয়রে সবাই আই ,
মসজিদেতে যাই।
কোরআন পড়ব হাদিস পড়ব,
সত্য ন্যায়ের সমাজ গড়ব।
চলরে সবাই চল ,
মসজিদেতে চল।
মুক্তি পাবি, শান্তি পাবি,
বক্ষে পাবি বল।
প্রেম প্রিতি আর দয়া মায়ায়,
করবে তোদের আপন।
আয়রে তোরা মসজিদেতে যাই,
যুদ্ধ দ্বন্ধ নেইরে তাতে,
যেন জান্নাতেরই ঘর।
এমন ঘরে যেতে কেন ,
পিছে থাকিস ভাই!
আইরে সবাই আই,
মসজিদেতে যাই।