হায়,হায়,হায়!
কি হল আজ?
কে ঢুকেছে শান্তির অরণ্যে।
সমগ্র রাজ্যে জুড়ে ,
কেন হাহাকার!
হায় ! ভাবিয়া উঠিবার ,
নেই পথ আজিকার,
হায়! কেমন এ নিষ্ঠূর ,
মিঠাতে আপনার তৃপ্ত,
হয়েছে সে এ কেমন মত্ত!
একেবারেও শুনেনা কেন,
নিষ্পাপ পুস্পের ক্রন্দন।
হায়! অবুঝ অপুস্পটিত ,
ফুটিত আকাংখিত,
নিষ্ঠূর থাবায় হল সবই ধ্বংস,
আজ পুস্প হল কাননশূন্য।
হে নির্দয়,নিষ্ঠূর মানবরুপি রাক্ষুস!
তোমার দেহে কার রক্ত বহমান?
তোমার শরীরে বিষক্ত রক্ত সঞ্চলিত,
তাই মানুষ চবল করিতে ,
তোমাকে করেছে উম্মত্ত।
একদিন ধ্বংস হবে ,
তোমার এ নিষ্ঠুর থাবা,
তুমিও ধ্বংস হবে,
তুমিই ধ্বংস করেছ সুন্দর এ বিশ্ব।