ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪

জনপ্রিয় কবি মোহাম্মদ নিজামুদ্দিনের ‘আগ্রাসী’ কবিতা

nobo shakti
নভেম্বর ২৩, ২০২৪ ৯:০৩ অপরাহ্ন
Link Copied!

Social Share

হায়,হায়,হায়!
কি হল আজ?
কে ঢুকেছে শান্তির অরণ্যে।
সমগ্র রাজ্যে জুড়ে ,
কেন হাহাকার!
হায় ! ভাবিয়া উঠিবার ,
নেই পথ আজিকার,
হায়! কেমন এ নিষ্ঠূর ,
মিঠাতে আপনার তৃপ্ত,
হয়েছে সে এ কেমন মত্ত!
একেবারেও শুনেনা কেন,
নিষ্পাপ পুস্পের ক্রন্দন।

হায়! অবুঝ অপুস্পটিত ,
ফুটিত আকাংখিত,
নিষ্ঠূর থাবায় হল সবই ধ্বংস,
আজ পুস্প হল কাননশূন্য।
হে নির্দয়,নিষ্ঠূর মানবরুপি রাক্ষুস!
তোমার দেহে কার রক্ত বহমান?
তোমার শরীরে বিষক্ত রক্ত সঞ্চলিত,
তাই মানুষ চবল করিতে ,
তোমাকে করেছে উম্মত্ত।
একদিন ধ্বংস হবে ,
তোমার এ নিষ্ঠুর থাবা,
তুমিও ধ্বংস হবে,
তুমিই ধ্বংস করেছ সুন্দর এ বিশ্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।