ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ৭টায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, মহাসড়কের নিজকুঞ্জরা নিকটে গ্রামীণ ট্রাভেলসের একটি বাস চট্টগ্রাম থেকে চাপাইনবয়াবগঞ্জগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ১২ জন যাত্রী আরোহিত গ্রামীণ ট্রাভেলসের প্রত্যেক যাত্রী আহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রত্যেকে চিকিৎসা নিয়েছে। এর আগে একই স্থানে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
জানা যায়, ড্রাইভার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।