হে বাংলা! তুমি মোর প্রাণের ভাষা,
সকাল সন্ধা তোমার দ্বারা বলি কথা।
লক্ষ কোটি প্রাণের ভাষা,
ওগো মোর বাংলা ভাষা।
তোমারই জন্য ,
হয়েছে কত প্রাণ কোরবান,
কখনো ভুলিতে পারিব তা।
করিতে মুক্তি তোমায়,
হারাতে হয়েছে কত জীবন সঙ্গি,
তোমায় কি ভাবে ভুলিতে পারি।
হে আমার মাতৃ ভাষা!
প্রতিদিন প্রতিদিন নিয়ত,
তোমায় নিয়ে লিখা হয়,
কত গজল কত গল্প,
বল কিভাবে ভুলিব তোমায়।
তুমি যে লক্ষ কোটি প্রাণের স্পন্দন।
কবির কবিতায়, গায়কের গানে,
সাগরের তরঙ্গে,
পাখির কলতানে,
থাকবে তুমি অমর হয়ে ,
সকলের হৃদয়ে।
(নিজামুদ্দিন,পুরাতন ডায়েরী)