অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি ঋণ প্রবাহের এ নিম্নগতির জন্য পূর্ব ও উত্তরাঞ্চলের বন্যা এবং ব্যাংকগুলোর তারল্য কমে যাওয়াকে দায়ী করছেন একাধিক ব্যাংকের কৃষি ঋণ সম্পর্কিত কর্মকর্তা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ এ তিন মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ছয় হাজার ৪৫৮ কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ।
আগের বছরের এই সময়ে বিতরণ হয়েছিল লক্ষ্যমাত্রার ২৫ শতাংশ, যা টাকার অংকে আট হাজার ৮২৪ কোটি ৬৪ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ সূত্রে এমনটি জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৮ হাজার কোটি টাকা।
জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ এ তিন মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৫০০ কোটি টাকা।
সে হিসাবে জুলাই-সেপ্টেম্বর সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার ৪১ কোটি ৪২ লাখ টাকা কম ঋণ বিতরণ হয়েছে।