নোয়াখালী সেনবাগ উপজেলায় নতুন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো: মহিউদ্দিন।
গত রবিবার তিনি নোয়াখালী জেলা প্রশাসক ডেপুটি কমিশনার (ডিসি) এর কার্যালয়ে যোগদানের পর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার পদে কার্যভার গ্রহণ করেন।
মো: মহিন উদ্দিন বিসিএস প্রশাসন(৩৫ ব্যাচ)।এর আগে মহিন উদ্দিন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২৩ সালের ৩ আগষ্ট যোগদান করেন। সেখানে তিনি তার কর্মকান্ডের জন্য সর্ব মহলে প্রশংসিত হন এবং তার ফল স্বরূপ ২০২৩- ২০২৪ সালের ৪ জুলাই তিনি শুদ্ধাচার পুরস্কার পায় এবং জেলায় শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে সনদপত্র ক্রেস্ট অর্জন করেন।
এরপর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদকে কাপ্তাই বদলী করলে তার স্থলে কাপ্তাই নির্বাহী অফিসার মো: মহিন উদ্দিনকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী করেন। সেনবাগ উপজেলা বাসীর প্রত্যাশা মো: মহিন উদ্দিন কাপ্তাইয়ের মতো সেনবাগ উপজেলার জনগণের কল্যানে কাজ করবেন।